Site icon Jamuna Television

এবার বিস্ফোরক ভর্তি ময়দার গোলা চিবিয়ে উড়ে গেল গরুর চোয়াল

বিস্ফোরকভর্তি আনারস খেয়ে হাতির মৃত্যুর রেশ কাটতে না কাটতে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। এবার বিস্ফোরকভর্তি ময়দার গোলা চিবিয়ে উড়ে গেলো গর্ভবতী গরুর চোয়াল। এ ঘটনা ঘটেছে ভারতের হিমাচলপ্রদেশের বিলাসপুরে। খবর জি নিউজ।

গরুর মালিক গুরদয়াল সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত গরুর ভিডিও প্রকাশ করলে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ফলে গরুটির চোয়াল তো বটেই গলার একাংশেও বিশাল ক্ষত তৈরি হয়েছে।

গরুর মালিক দাবি করেছেন, প্রতিবেশীর জমিতে প্রায়ই গরুটি চলে যেত। তাই ময়দার ভেতরে বিস্ফোরক ভরে তা জমিতে রেখে দেয়া প্রতি্বেশী। গরুটি তা খেয়ে ফেললে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে গত ২৬ মে, এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কেরালায় একটি গর্ভবতী হাতি বিস্ফোরকভরা আনারস খেয়ে মারা যায়।

টিবিজেড/

Exit mobile version