Site icon Jamuna Television

করোনায় বিমান কর্মকর্তার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মো. জয়নাল আবেদীন (৫৩) নামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা মারা গেছেন। আজ শনিবার উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জয়নাল আবেদীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র টেকনিক্যাল অফিসার ছিলেন। তার স্ত্রী হাফিজা সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত।

গত ২রা জুন জয়নাল আবেদীনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয়।

দুই ছেলে ও স্ত্রীসহ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাজার রেলগেট সংলগ্ন এলাকায় বসবাস করতেন তিনি।

টিবিজেড/

Exit mobile version