Site icon Jamuna Television

শক্তিশালী ব্যাটারির ফোন আনল ইনফিনিক্স

শক্তিশালী ব্যাটারির নতুন দুই ফোন আনল ইনফিনিক্স। এগুলো হলো ইনফিনিক্স হট নাইন এবং ইনফিনিক্স হট নাইন প্রো।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে ইনফিনিক্স হট নাইন এ রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে হেলিও পি২২ অক্টা-কোর প্রসেসর।

উভয় ফোনে ডুয়েল সিম সাপোট থাকছে। এই দুই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর হেলিও পি২২ চিপসেট, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নাইনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে রয়েছে ব্লুটুথ ভার্সন ফোর, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, এফএম রেডিও, ইউএসবি ওটিজি, ভিওওয়াইফাই ও মাইক্রো ইউএসবি পোর্ট। দুটি ফোনেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

Exit mobile version