Site icon Jamuna Television

১৩তম দিনে গড়ালো বর্ণবাদ বিরোধী আন্দোলন, উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ১৩তম দিনে গড়ালো কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলন। বর্ণবাদ বিরোধী প্রতিবাদ-সমাবেশে রাজধানী ওয়াশিংটন হয়ে ওঠেছে জনসমুদ্র।

পার্লামেন্ট ভবন- ক্যাপিটল হিল, লিংকন মেমোরিয়াল এবং লাফায়েত্তে পার্ক ও হোয়াইট হাউজ ঘিরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মোতায়েন ছিলো বিপুল পরিমাণ পুলিশ, ন্যাশনাল গার্ড এবং সেনা সদস্য। এসময়, পুলিশী নিযার্তন বন্ধসহ বর্ণবাদী আচরণ এবং বৈষম্য নিমূর্লের আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ছিলো বিক্ষোভ-সমাবেশ। তবে, নতুনভাবে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। নর্থ ক্যারোলাইনায়, জর্জ ফ্লয়েডের জন্মস্থানে ছিলো স্মরণসভা।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে, ১০ জন পূর্ণবয়স্ক অশ্বেতাঙ্গের মধ্যে ৮ জন এখনো ভাবেন তাদের ওপর দাসপ্রথা রীতিনীতিই চালানো হয়। যে কারণে, মাদক সংশ্লিষ্ট অপরাধে শ্বেতাঙ্গদের তুলনায় ছয়গুণ বেশি শাস্তি ভোগ করেন কৃষ্ণাঙ্গরা। মাতৃমৃত্যুর হারও দ্বিগুণ।

Exit mobile version