Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে নিজেদের সব রেকর্ড ছাড়ালো ভারত

ভারতে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় সাড়ে ১০ হাজারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। প্রাণহানি ঘটেছে ২৯৭ জনের, যা ভেঙ্গেছে অতীতের সব রেকর্ড।

সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বের ষষ্ঠ দেশ ভারত। সবমিলিয়ে দেশটিতে দু’লাখ ৪৬ হাজারের বেশি মানুষ কোভিড নাইনটিনে আক্রান্ত। ছোঁয়াচে ভাইরাসটির প্রকোপে সাত হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন। যারমধ্যে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত ঘনবসতিপূর্ণ রাজধানী নয়াদিল্লিসহ মহারাষ্ট্র ও গুজরাট প্রদেশ।

এরমাঝেই সীমিত পরিসরে আগামীকাল থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরছে ভারত।
থাকছে রাত্রিকালীন কারফিউ, চলাচলে বিধিনিষেধসহ নানা শর্ত। অবশ্য, ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে লকডাউন। তবে স্বস্তির বিষয় হলো দেশটিতে সুস্থ হয়েছেন এক লাখ ১৯ হাজারের মতো মানুষ।

Exit mobile version