Site icon Jamuna Television

ট্রাকের চাপায় প্রাণ গেলো মায়ের, বেঁচে গেল সন্তান

পটুয়াখালী প্রতি‌নি‌ধি:

পটুয়াখালী-ব‌রিশাল মহাসড়‌কের চৌরাস্তা এলাকায় ইট‌বোঝাই ট্রা‌কের নী‌চে চাপা প‌ড়ে ঘটনাস্থ‌লেই নিহত হ‌য়ে‌ছেন মোটর সাই‌কেল আরোহী রুনা বেগম। সা‌থে থাকা আট মা‌সের ছে‌লে আবদুর রহমান আহত হ‌লেও শঙ্কামুক্ত অবস্থায় পটুয়াখালী হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন। ঘটনার পর চালক ও হেলপার পলতক র‌য়ে‌ছে। পু‌লিশ ট্রাক‌টি আটক ক‌রে‌ছে।

স্বজন ও পু‌লিশ জানায়, আমতলীর কড়ইবু‌নিয়া গ্রা‌মের ফা‌র্মেসী ব্যবসায়ী আমির হো‌সেন গাজী তার আট মা‌সের শিশু পুত্র‌কে ডাক্তার দেখা‌নোর জন্য স্ত্রী রুনা বেগমসহ নিজ মোটর সাই‌কে‌লে ব‌রিশাল যা‌চ্ছি‌লেন। পটুয়াখালী চৌরাস্তার আগে বিদ্যুৎ বিভা‌গের সাব-‌স্টেশ‌নের কা‌ছে পৌঁছ‌লে দু‌’দিক থে‌কে বেপ‌রোয়া গ‌তির দুইটি ট্রাক অ‌তিক্রমের সময় মোটর সাই‌কে‌লের পিছ‌নের চাকা রাস্তার ভাঙ্গা অং‌শে প‌ড়ে যায়। এসময় রুনা বেগম বাচ্চাসহ রাস্তায় প‌ড়ে গে‌লে পেছনে থাকা ইটবাহী ট্রাক তা‌কে চাপা দেয়। এ‌তে তার ঘটনাস্থ‌লেই মৃত্যু হয়। লাশ ময়নাত‌দ‌ন্তের জন্য হাসপাতা‌লের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।

Exit mobile version