Site icon Jamuna Television

চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার আড়াই শতাংশের বেশি হবে না: সিপিডি

চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার আড়াই শতাংশের বেশি হবে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তারা আরও জানায়, দেশে দারিদ্র্যের হার ৩৫ শতাংশ। আজ ররিবার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানায় সংস্থাটি।

সিপিডি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের অর্থনীতি। শিল্প ও সেবা খাতে পড়েছে বিরূপ প্রভাব। বড় ধাক্কা লেগেছে জিডিপিতে। নতুন অর্থবছরের বাজেটে জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে সংস্থাটি।

সিপিডি’র গবেষক তৌহিদুল ইসলাম খান বলেন, বিদায়ী অর্থবছরের শুরুটা ভালো ছিলো। কিন্তু শেষ প্রান্তিকে এসে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোতে নিম্নমুখী ধারা লক্ষ্য করছি। করোনা সংকটে দেশের সবচেয়ে বড় খাতগুলো অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে প্রবৃদ্ধির নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে অথনৈতিক প্রবৃদ্ধির উচ্চ লক্ষ্যমাত্রা চিন্তা না করে, বরং মানুষের জীবন মান রক্ষা ও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, করোনায় ধাক্কায় বাড়ছে গরীব মানুষের সংখ্যা। এই হার এখন ৩৫ শতাংশ।

Exit mobile version