Site icon Jamuna Television

দেশে করোনায় মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত ২ হাজার ৭৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৩৬টি। এছাড়া নতুন সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version