Site icon Jamuna Television

পটুয়াখালীতে কাঠ‌মি‌স্ত্রির জবাই করা লাশ উদ্ধার

পটুয়াখালীতে কাঠ‌মি‌স্ত্রির জবাই করা লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলার তে‌লিখা‌লি এলাকায় জাফর শিকদার (৫০) নামের এক কাঠমিস্ত্রির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত আনুমানিক ১০ টার দিকে নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলো‌মিটার দুরে রাস্তার উপর থেকে জাফরের লাশ উদ্ধার করা হয়। মৃত জাফর ওই এলাকার কেরামত শিকদারের ছেলে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ জানান, মৃতদেহের পায়ের রগ কাটা হয়েছে এবং মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। তিনি আরও জানান, নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলো‌মিটার দুরে তার ভগ্নীপতির বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিল জাফর। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে ফেলে রেখে যায়।

পুলিশের প্রাথমিক ধারনা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে জাফরের কোন শত্রুতার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Exit mobile version