
লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যা ও মানবপাচারের ঘটনায় রাজধানী থেকে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা শাখা। সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টার থেকে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাদশা মিয়া, জাহাঙ্গীর মিয়া, আকবর আলী, সুজন, মাজমুল হাসান, লিয়াকত শেখ ওরফে দিপু। এসময় তাদের কাছ থেকে ৪ টি পাসপোর্ট, ২টি মোবাইল ফোন ও টাকার হিসেব সম্বলিত ২ টি নোটবুক পাওয়া যায়।
ব্রিফিংয়ে বলা হয়, লিবিয়ায় নিহত বাংলাদেশিদের কয়েকজন গ্রেফতারকৃতদের মাধ্যমে বিদেশে পাড়ি জমায়। এ নিয়ে মামলা করেন ভিকটিমদের স্বজনরা। এসময় ডিবির পক্ষ থেকে জানানো হয়। গ্রেফতারকৃত বাদশা মিয়া দীর্ঘদিন লিবিয়াতে থাকতেন। এসময় তিনি সেখানে বেশ কিছু ক্যাম্প গড়ে তোলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তিনি মানব পাচার করতেন বলেও জানানো হয়।
এসময় ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি মানবপাচার বিরোধী আইন কার্যকর করতে কাজ করবে তারা। এছাড়া মানবপাচারকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতেও পদক্ষেপ নিবেন তারা।
 
				
				
				
 
				
				
			


Leave a reply