Site icon Jamuna Television

খুলনা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

খুলনা ব্যুরো
খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১২টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে তাদের মৃত্যু হয়।

মেডিকেল কলেজের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন ডাঃ মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার ব্যক্তি রোববার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লু কর্ণারে নেওয়া হয়। আজ ভোরে তিনি মারা যান।

নগরীর দৌলতপুর এলাকার ১২ বছরের শিশু রোববার রাতে রাত জ্বর, কা‌শি নি‌য়ে ভর্তি হয়। রাত ১২ টায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার ২২ বছরের এক যুবক গত ২ দিন ধরে জ্বর, কাশি নিয়ে খুলনা মেডিকেলের ফ্লু কর্ণারে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া ১২ টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Exit mobile version