Site icon Jamuna Television

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারিক ভার্চুয়াল কোর্টের গত ১৭/৫/২০২০ সনের প্রদত্ত জামিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ভার্চুয়াল আদালত স্থগিত করে দিয়েছেন। নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে।

আজ ৮ জুন সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এর ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। তাকে ঢাকার বিশেষ জজ আদালত নং ৬ গত ১৭ মে জামিন দিয়েছিলেন।

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাভার মডেল থানায় মামলা করে। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মুহ. মাহবুবুল আলম।

রানা প্লাজা ধ‌সের ঘটনায় এ পর্যন্ত ভব‌নের মা‌লিক রানা, তার প‌রিবার, সাভার পৌরসভার তৎকালীন মেয়রসহ বি‌ভিন্ন জ‌নের না‌মে পাঁচ‌টি মামলা হয়। এর ম‌ধ্যে পু‌লিশ বাদী হ‌য়ে একটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক এক‌টি, দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক) তিন‌টি মামলা দা‌য়ের ক‌রে।

২০১৪ সালের ১৫ জুন সাভারে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে সোহেল রানাসহ ১৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়। এর আগে ২০১৭ সালের ২৯ আগস্ট অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন ১ হাজার ১৬৭ জন।

Exit mobile version