Site icon Jamuna Television

পুলিশ হেফাজতে যুবকের চোখ কারা উপড়িয়েছে জানা যায়নি: তদন্ত শেষে পিবিআই

খুলনার খালিশপুর থানায় পুলিশ হেফাজতে শাহজালাল নামে এক যুবকের চোখ উপড়ে নেয়ার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ বুধবার এ প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়েছে, কে বা কারা থানা হেফাজতে শাহজালালের চোখ উপড়ে নিয়েছে তা জানা যায়নি। আগামী ১৫ ফেব্রুয়ারি এ মামলার শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

গত বছরের ১৮ জুলাই খালিশপুর থানা পুলিশ শাহজালালকে আটক করে। পরিবারের অভিযোগ, চাহিদা মাফিক চাঁদা না দেয়ায় পরের দিন চোখ উপড়ানো অবস্থায় খুলনা মেডিকেলে পাওয়া যায় শাহজালালকে। এ ঘটনায় শাহজালালের স্ত্রী খালিশপুর থানার ওসি নাসিম খানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে পুলিশের দাবি, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে চোখ হারিয়েছেন শাহজালাল। অবশ্য ঘটনার পর থেকেই শাহজালালের দাবি ছিল, খালিশপুর থানার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হোক। থানার পক্ষ থেকে জানানো হয়, ক্যামেরার ফুটেজে শাহজালালকে পাওয়া যায়নি।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version