Site icon Jamuna Television

শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

দেশের দুর্দিনে শ্রমিক ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বাসভবনে ব্রিফিংকালে এই আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা হবে। তাই বিজিএমইএ-সহ সংশ্লিষ্টদের মানবিক দিক বিবেচনার আহ্বান জানান তিনি।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে; যা কাম্য নয়। এ বিষয়ে মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version