Site icon Jamuna Television

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪২, নতুন শনাক্ত ২ হাজার ৭৩৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৯৩০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১ টি।

আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version