Site icon Jamuna Television

করোনায় মৃত ৪২ জন সম্পর্কে যা জানানো হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মারা গেছেন ৯৩০ জন।

মৃত ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও নয় জন নারী। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মারা গেছেন ৯৩০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, চার জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, দুজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে ও দুজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে।

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ।

টিবিজেড/

Exit mobile version