Site icon Jamuna Television

হাথুরুর প্রথম মিশনে জিম্বাবুয়ের কাছে হারলো শ্রীলঙ্কা

নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহের প্রথম মিশনে জিম্বাবুয়ের কাছে ১২ রানের হার হজম করতে হয়েছে ত্রিদেশীয় সিরিজের অন্যতম ফেভারিট শ্রীলঙ্কাকে।

আজ বুধবার টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউজ। মাসাকাদজার ৭৩ এবং সিকান্দার রাজার ৮১ রানের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কাকে ২৯০ রানের লক্ষ্য বেঁধে দেয় জিম্বাবুয়ে।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে কুশাল পেরেরার ৮০, অধিনায়ক ম্যাথিউজের মন্থর গতির ৪২ এবং শেষ দিকে থিসারা পেরেরার ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসটিও পরাজয় থেকে বাঁচাতে পারেনি শ্রীলঙ্কাকে।

টেনডাই চাতারা ৪টি এবং কাইল জার্ভিস২টি উইকেট নেনে। ১টি উইকেট এবং ৬৭ বলে ৮২ রানের পাশাপাশি ২টি ক্যাচ তালু বন্দি করে সিকান্দার রাজা ম্যাচ সেরা হন।

Exit mobile version