Site icon Jamuna Television

ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের দাবি বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

স্বাস্থ্যখাত ও খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকল্প বাজেট তুলে ধরলো বিএনপি। সকালে দলের বাজেট ভাবনা নিয়ে অনলাইন ব্রিফ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার জাতিকে চরম ঝুঁকিতে ঠেলে দিয়েছে। ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের কথাও বলেন তিনি।

এবার গতানুগতিক নয়, বিশেষ বাজেট করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি স্বাভাবিক করতে হবে। অর্থমন্ত্রী কাল্পনিক কাগুজে বাজেট দিতে যাচ্ছেন বলেও শঙ্কা বিএনপি মহাসচিবের।

স্বাস্থ্য খাত হুমকির মুখে জানিয়ে তিনি বলেন, সকলের জন্য স্বাস্থ্য বাস্তবায়নে জিডিপির পাঁচ শতাংশ খরচ করতে হবে।

নিম্ন আয়ের মানুষের জন্য ছয় মাসের অর্থ সহায়তার প্রস্তাবও দেন মির্জা ফখরুল। বলেন, ফেরত আসা প্রবাসীদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্ধ রাখতে হবে। পোশাক শিল্পে প্রণোদনা ও ছাঁটাই একসাথে চলতে পারে না।

বিএনপি মহাসচিবের প্রত্যাশা বাজেট নিয়ে দলটির প্রস্তাব বিবেচনায় নেবে সরকার।

Exit mobile version