Site icon Jamuna Television

সলিমুল্লাহ মেডিকেলে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে চরম অব্যবস্থাপনা

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে চলছে চরম অব্যবস্থাপনা। রয়েছে টেস্ট কিটের সংকট, মিলছে না পরীক্ষার ফরমও।

রোগীদের অভিযোগ, উপসর্গ ছাড়া অন্য রোগী যারা আছেন, তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই ওয়ার্ডে করোনা রোগীর সাথে রাখা হচ্ছে তাদের। এছাড়া করোনা পরীক্ষার নমুনা দিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তারপরও অনেককে ফিরতে হয় নমুনা না দিয়েই।

সিরিয়াল দিয়ে ৪ দিনেও টেস্ট করাতে পারেননি, আছেন এমন ভুক্তভোগীও। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা হারিয়ে ফেলেছে- এমন অভিযোগও করেছেন কেউ কেউ।

লম্বা লাইনে স্বাস্থ্যবিধি আর শারীরিক দূরত্ব নিশ্চিতের বিষয়টিও উপেক্ষিত।

Exit mobile version