Site icon Jamuna Television

কাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তাবলিগ জামাতের এই ধর্মীয় সম্মেলন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সাত হাজার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি থাকবে তিনশত র‌্যাব সদস্য। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পুরো ময়দানকে ২৭টি ভাগে ভাগ করা হয়েছে।  দ্বিতীয় পর্বে ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এরই মধ্যে  মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন।

রোববার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৩তম আসর।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version