Site icon Jamuna Television

চাল আর খালি বস্তা আত্মসাতের অভিযোগ, খাদ্যগুদাম কর্মকর্তা বরখাস্ত

নীলফামারীর ডিমলায় সরকারি খাদ্যগুদামের চাল আর খালি বস্তা আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলাও করা হয়েছে।

জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, বিভিন্ন সময়ে অভিনব পন্থায় চাল আত্মসাতের অভিযোগে, দুই সদস্যের একটি কমিটি গঠন করে জেলা খাদ্য নিয়ন্ত্রক।

প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ৮০ লাখ ৩০ হাজার টাকার প্রায় ১৯০ মেট্রিক টন চাল এবং ১১ লাখ টাকার সাড়ে ১৩ হাজার খালি বস্তা আত্মসাতের প্রমাণ মেলে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া সিলগালা করা হয়েছে ডিমলা খাদ্য গুদামও।

Exit mobile version