Site icon Jamuna Television

করোনায় মৃত্যুবরণ করলেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবির। আজ মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩-তম ব্যাচের যুগ্ম-সচিব পদমর্যাদার এই কর্মকর্তা।

জুনের প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত শনাক্ত হন ফখরুল কবির। এরপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরবর্তীতে গত রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ফখরুল কবিরের স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।

Exit mobile version