Site icon Jamuna Television

নেচে বিয়ে বাড়ি মাতালেন সুস্মিতা সেন

এবার নিজের নাচ দেয় বিয়ে বাড়ি মাতিয়ে দিলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। আর সেই নাচের ভিডিও ইন্সটাগ্রামে আসতেই তা ঝড় তুলে দিল ভক্তদের মাঝে।

ভিডিওতে সুস্মিতাকে কালো জ্যাকেট ও জিনসের প্যান্ট পরে নাচতে দেখা গেছে।

সুস্মিতা সেনের এই নাচের ভিডিও-টি ১ লক্ষ ৬৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেইসাথে সেখানে উপচে পড়ছে ভক্তদের মন্তব্য।

সম্প্রতি পুনরায় অভিনয়ের জগতে পা রেখেছেন এই বলিউড সুপার হিরোইন ও সাবেক বিশ্ব সুন্দরী। এরইমধ্যে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘আর্যা’-র ট্রেলার।

‘আর্যা’ একেবারেই একটি পারিবারিক ওয়েব সিরিজ। তিন সন্তান ও স্বামীকে নিয়ে বেশ চলছিল ‘আর্যা’-র জীবন, কিন্তু হঠাৎই আসে এক বিরাট ধাক্কা। এসব পারিবারিক থ্রিলি নিয়েই তৈরি এই ওয়েব সিরিজ।

Exit mobile version