Site icon Jamuna Television

করোনা: চীনের উহান শহরকে ছাড়িয়ে গেলো মুম্বাই

চীনের উহান শহরকে ছাড়িয়ে গেলো মুম্বাই

করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহরকে ছাড়িয়ে গেলো মুম্বাই। ভারতের বাণিজ্যিক রাজধানীতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৫১ হাজার মানুষ।

সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্রে। এখানে এই ভাইরাসে আক্রান্ত প্রায় ৯১ হাজার মানুষ। মারা গেছেন প্রায় ৩ হাজার ৩০০ জন মানুষ। এর মধ্যে শুধু মুম্বাইতে হয়েছে সাড়ে ১৭শ’র বেশি প্রাণহানি।

শুরুতে এশিয়ার সবচেয়ে বড় ধারাভি বস্তির মাধ্যমে শহরটিতে করোনা সংক্রমণ বিপজ্জনক রূপ নেয়ার শঙ্কা থাকলেও বস্তিটিতে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। পাশ্ববর্তী পুনে শহরেও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাটসহ অন্যান্য রাজ্যে।

এ পর্যন্ত করোনায় পৌনে ৮শ’ মৃত্যু দেখেছে ভারত; আক্রান্ত পৌনে তিন লাখের বেশি। গেল ২৪ ঘণ্টায় নতুন ১০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে; মারা গেছেন ২৭৭ জন।

Exit mobile version