Site icon Jamuna Television

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগে তদন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় অনিয়ম-স্বজনপ্রীতি ও সুবিধাভোগীদের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে স্থানীয় সরকারের উপ পরিচালক রোখছানা বেগমকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা রোখছানা বেগম জানান, ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলে প্রতিবেদন তৈরি করা হবে। গুরুত্ব দেয়া হবে অভিযুক্তদের মতামতেও। সম্প্রতি প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় অনিয়ম-স্বজনপ্রীতি ও সুবিধাভোগীদের কাছে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন।

Exit mobile version