Site icon Jamuna Television

ঝাঁপ দিয়ে আত্মহত্যা মালিকের, ব্রিজে চারদিন ধরে অপেক্ষা কুকুরের

ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মালিক। ঘটনাস্থলে দাঁড়িয়ে সে দৃশ্যে দেখেছিলো পোষা কুকুর। কিন্তু কুকুর জানে না মালিক আত্মহত্যা করেছে। মালিক ফিরে আসবে সেই আশায় চারদিন ধরে ব্রিজে অপেক্ষা করছে কুকুর। এ ঘটনা চীনের উহানের। খবর মিরর।

জানা যায়, জু নামের এক স্থানীয় বাসিন্দা ইয়াংজে সেতুতে বেশ কয়েকদিন বসে থাকতে দেখেন ওই কুকুরকে। তাকে খাওয়ানোরও চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। পরে জু ‘প্রভুভক্ত’ কুকুরের কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম পোস্ট করেন। ছবিতে দেখা যায় নদীর একটা নির্দিষ্ট দিকেই একদৃষ্টে তাকিয়ে কুকুরটি। কিন্তু তখনও জু জানেনা কেন কুকুরটি এখানেই বসে আছে।

পরে ৫ জুন পুলিশ জানায়, গত ৩০ মে এখান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন। তখনই পরিষ্কার হয়ে উঠে প্রভুভক্ত কুকুরের বসে থাকার কারণ।

মনিবের জন্যে পোষা কুকুরের এই ভক্তি অবশ্য নতুন নয়। এরআগে জাপানে এক কুকুর রেল স্টেশনের বাইরে মনিবের অপেক্ষায় কাটিয়ে দিয়েছিল কয়েক বছর।

Exit mobile version