Site icon Jamuna Television

করোনায় মৃত্যু হাজার ছাড়ালো, একদিনে রেকর্ড শনাক্ত ৩ হাজার ১৯০ জন

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী ৭৪ হাজার ৮৬৫ জন। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৯৬৫ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৯৯৪ টি।

আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল দেশে করোনায় রেকর্ড সংখ্যাক ৪৫ জন মৃত্যুবরণ করেন। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version