Site icon Jamuna Television

করোনায় প্রাণ দিলেন পুলিশের আরও এক সদস্য

চলমান করোনা যুদ্ধে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য। গতকাল বেলা দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মোঃ আব্দুল জলিল (৫৫)।

আব্দুল জলিল নওগাঁ জেলার আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা যুদ্ধে এ নিয়ে বাংলাদেশ পুলিশের ২০ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।

Exit mobile version