Site icon Jamuna Television

রোগী নিলো না অ্যাম্বুলেন্স; প্লাটফর্মেই মৃত্যু

হাসপাতালে চিকিৎসার উদ্দেশে আসার পথে রেল স্টেশনের প্লাটফর্মেই মারা গেছেন আব্দুল কুদ্দুছ।

রাজশাহী প্রতিনিধি:

হাসপাতালে চিকিৎসার উদ্দেশে আসার পথে রেল স্টেশনের প্লাটফর্মেই মারা গেছেন আব্দুল কুদ্দুছ ওরফে রাজন (৫৫)। মঙ্গলবার সকালে নিজ এলাকা কুষ্টিয়া থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে রাজশাহীর উদ্দেশে রওনা হন। দুপুরে রাজশাহী রেল স্টেশনে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় রাজনের সাথে তিন স্বজন ছিলেন। তারা জানান, হার্টের সমস্যা ছিলো রাজনের। চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন তারা।

রেলওয়ে পুলিশের ভাষ্যমতে, ট্রেন থেকে প্লাটফর্মে নেমে মাথা ঘুরে পড়ে যান রাজন। রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সকে জানানো হলে তারা ওই রোগীকে বহন করতে অপারগতা জানায়। পরে রেল পুলিশ বাধ্য হয়ে তাকে একটি অটোরিকশায় তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে পৌঁছার অনেক আগেই হার্টের সমস্যায় তার মৃত্যু হয়েছে। এরপরও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও স্বাস্থ্য বিধি মেনে দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

Exit mobile version