Site icon Jamuna Television

জার্মান লিগ কাপের ফাইনালে লেভারকুজেন

ছবি: এপি

জার্মান লিগ কাপের ফাইনালে পৌঁছেছে বায়ার লেভারকুজেন। প্রথম সেমিফাইনালে এফসি সারবুককেন’কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌছায় ক্লাবটি।

জার্মান কাপে এফসি সারবুককেনের স্বপ্ন যাত্রা শেষ। চতুর্থ বিভাগের প্রথম কোনো দল হিসেবে সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমে ১১ মিনিটে পিছিয়ে পড়ে দলটি। লেভারকুজেনকে লিড এনে দেন মিডফিল্ডার মুসা দিয়াবি। লেভারকুজেন লিড দ্বিগুণ করে ১৯ মিনিটে।

এবার দলের আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস আলারিও নাম তোলেন স্কোর শিটে। ৫৮ মিনিটে লেভারকুজেনের বড় জয় নিশ্চিত করেন উইঙ্গার করিম বেলআরাবি।

Exit mobile version