Site icon Jamuna Television

৮ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশে

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ফিরবে বাংলাদেশ।

সবকিছু ঠিক থাকলে ৮ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশে। এই দিন সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

করোনার প্রাদুর্ভাবে মার্চে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি বাতিল হয়ে যায়। ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে ম্যাচেরও একই পরিণতি হয়।

সব মিলে কোভিড-১৯ এর কারণে চারটি ম্যাচ বাতিল হয় বাংলাদেশের। সেই ম্যাচগুলোর নতুন সূচি প্রকাশ করেছে এএফসি। নতুন সূচি অনুসারে ৮ অক্টোবর আফগানদের বিপক্ষে খেলার পর, ওই মাসের ১৩ তারিখ দোহায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ নভেম্বর ভারত, আর ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা।

Exit mobile version