Site icon Jamuna Television

সাবেক পুলিশ কর্মকর্তা আহমেদ আমিন চৌধুরীর স্ত্রীর মৃত্যু

সাবেক পুলিশ কর্মকর্তা আহমেদ আমিন চৌধুরীর সহধ‌র্মিনী ও প্র‌কৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইশতিয়াক আমিন চৌধুরীর মাতা রোকসানা বেগম আজ বুধবার বিকেল ৫টায় আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছি‌লো ৫৯ বছর। তিনি যুক্তরাষ্ট্র থেকে সম্প্রচারিত অনলাইন টেলিভিশন Channel 52 এর ডিরেক্টর অপারেশন্স ফারাহ হাসিনের মা, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল ম‌জিদ মিয়ার কন্যা এবং বাংলা ব্যাকরণবিদ ও শিক্ষাবিদ ড. মুহম্মদ এনামুল হক চৌধুরীর নাতনী।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন কন্যা, দুই পুত্র এবং বহু গুণগ্রাহী রেখে গে‌ছেন।

Exit mobile version