Site icon Jamuna Television

ঢাকাই ছবিতে এবার বলিউডের নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওনের পর এবার ঢাকাই সিনেমায় যুক্ত হচ্ছেন‘ড্যান্স কুইন’ খ্যাত নোরা ফাতেহি। শাপলা মিডিয়ার ‘গ্যাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে বলিউডের এই তারকাকে।

‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’সহ বেশকিছু গানে নোরার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে।
এর আগে শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ ছবির আইটেম গানে নেচেছেন সানি লিওন।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, বলিউড তারকারা ছবির সঙ্গে যুক্ত থাকলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। তাই আমার ছবিতে সবসময়ই বিশেষ কিছু রাখতে চাই। এই ছবিতে নোরার সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলেছে আমার বলিউড এজেন্ট। তারাই সানির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই বেশ কয়েকজন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। এই তালিকায় আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। যার গানটি ভালো হবে সেটিই ছবিতে ব্যবহার করা হবে।

‘গ্যাংস্টার’ নির্মাণ করছেন ঢাকাই সিনেমার নির্মাতা শাহীন সুমন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

Exit mobile version