Site icon Jamuna Television

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও অধিনায়ক কোহলি

ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে মর্যাদার আইসিসি অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছে। যেখানে প্রত্যাশিতভাবেই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন ভারতের ভিরাট কোহলি। একাধারে বছরের সেরা ক্রিকেটার ও সেরা অধিনায়কের সম্মাননা পেয়েছেন তিনি। একই সাথে সেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারটাও ঝুলিতে পুরেছেন ভারতের এই সুপার ব্যাটসম্যান। তবে টেস্টে সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়া কোহলি বলেন, “প্রথমবারের মতো স্যার গারফিল্ড সোর্বাস ট্রফি জিতলাম। এটা আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার। সম্ভবত এটাই ক্রিকেট বিশ্বে সবচেয়ে মর্যাদার পুরস্কার। পরপর দুজন ভারতীয়র এই পুরস্কার পাওয়াটা অনেক বড় ব্যাপার। গতবার অশ্বিন জিতেছিলেন, এবার আমি।”

 

Exit mobile version