Site icon Jamuna Television

আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে স্যামসাংয়ের নতুন ট্যাব

গ্যালাক্সি এস সিক্স লাইট মডেলের নতুন ট্যাব আনল স্যামসাং। এতে রয়েছে ১০.৪ ইঞ্চির টিএফটি ডিসপ্লে।

ট্যাবটি অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে ওয়ান ইউআই টু লেয়ার। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

নতুন গ্যালাক্সি ট্যাবে রয়েছে দুটি ক্যামেরা। রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি উচ্চমানের ভিডিও শ্যুট করতে সক্ষম।

ব্যাকআপের জন্য এতে ৭০৪০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০ আর জিপিএস-এর সুবিধা দেয়া হয়েছে।

Exit mobile version