Site icon Jamuna Television

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্ট্যাচুয়ারি হল থেকে ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাটির নতুন নামকরণে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্ণবাদকে উস্কে দেয় এমন ১১ যোদ্ধার ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে বুধবার সিনেট প্যানেল বরাবর চিঠি দেন স্পিকার ন্যান্সি পেলোসি। একইসাথে ১০ সেনাঘাঁটির নাম পরিবর্তনের আহ্বানও জানানো হয়।

এর প্রেক্ষিতে ট্রাম্পের দাবি, এসব ভাস্কর্য এবং ঘাঁটির নামকরণ আমেরিকার স্বর্ণোজ্জ্বল ঐতিহ্যের প্রতীক। অতীত যুদ্ধ-বিজয়-স্বাধীনতার ইতিহাসের অংশ।

একইদিন, পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সামনে সাক্ষ্য দিলেন পুলিশী নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস, আইনজীবী বেন ক্রাম্পসহ আরও ১০ জন। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলন ১৭তম দিনে গড়ালো। অবশ্য, রাজপথে কমে এসেছে বিক্ষোভকারীদের সরব অবস্থান এবং সহিংসতা।

Exit mobile version