Site icon Jamuna Television

ডিভোর্স ঠেকাতে বিলাসবহুল হোটেলে থাকতে বললেন আদালত

বিয়ে বিচ্ছেদের মামলা নিয়ে আদালতে এসেছেন দম্পতি। দুজনেই দুজনের প্রতি নির্যাতনের অভিযোগ করে। কোনোভাবেই এই বিয়ে টিকিয়ে রাখবেনা এরকম কঠিন সিদ্ধান্তে নেয়। কিন্তু আদালতের বিচারক চাইলেন এই বিয়ে টিকে থাকুক। তাই তিনি দিলেন এক অভিনব পরামর্শ। পরিবারের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনদিন বিলাসবহুল হোটেলে থাকবেন এই দম্পতি এমন নির্দেশ দেয় বিচারক। এমনকি তিনদিন হোটেলে থাকার পুরো খরচ বহন করবে বিচারক। এমন ঘটনা ঘটেছে ভারতের বীরভূমে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের মার্চ মাসে বিয়ে হয় সিউডির গৌতম দাস ও নদীয়ার অহনার সাথে। কিছুদিন পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর এবছরের জানুয়ারিতে গৌতমের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের মামলা করে অহনা। গত মঙ্গলবার মামলার শুনানিতে দুজনই দুজনের বিরুদ্ধে অভিযোগ করে। শুনানিতে বিচারক সবকিছু শুনে তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দুজনকে বিলাসবহুল হোটেলে থাকতে পরামর্শ দেন। তিনদিন থাকার পরও যদি মনোমালিন্য না কমে তাহলে আবার আদালতে আসতে বলেন। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

টিবিজেড/

Exit mobile version