Site icon Jamuna Television

এতো বিশাল বাজেট বাস্তবায়ন কঠিন হবে: জিএম কাদের

সরকার জনকল্যাণমুখী বাজেট দেয়ার চেষ্টা করলেও, এতো বিশাল বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

আজ বৃহস্পতিবার বিকেলে বনানীতে দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আয় ও ব্যায়ের লক্ষ্যমাত্রা অর্জন বড় ধরনের চ্যালেঞ্জ হবে।

এসময়, আয় ও ব্যায়ের মধ্যে সমন্বয় করে অগ্রাধিকার খাত তৈরির পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে সরকারের মনিটরিং জোরদারের কথাও বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

Exit mobile version