Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

সাতক্ষীরা জেলা-যুগান্তর

নিজস্ব প্রতিনিধি:

পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে স্ত্রী কর্তৃক স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্ত্রী শাহেদা খাতুনকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার প্রতাপনগরে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম আরশাদ আলী গাজী (৫০)। তিনি প্রতাপনগর গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে আরশাদ গাজী তার স্ত্রী শাহেদা খাতুনকে একটি তুচ্ছ ঘটনায় বকাবকি করলে তার স্ত্রী পাশে থাকা ইট দিয়ে তার স্বামীর মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার স্বামী আরশাদ গাজী মারা যান।

আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নিহতের স্ত্রী শাহেদা খাতুন তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে নিহতের স্ত্রী শাহেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জলিল গাজী বাদী হয়ে ঘাতক শাহেদা খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা আরও জানান।

Exit mobile version