Site icon Jamuna Television

দাম কমছে স্যানিটারি ন্যাপকিনের, বাড়ছে প্রসাধনী সামগ্রীর

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। দাম বেশি এবং অসচেতনার কারণে দেশের অধিকাংশ নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে এ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট উত্থাপনে এ প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার শিল্পের একটি কাঁচামাল টেক্সটাইল ব্যাক শিট অথবা নন-ওভেন এয়ার থ্রো বোন্ডেন (এডিল) আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করেন। ফলে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমতে পারে।

অপরদিকে সব ধরনের প্রসাধনী সামগ্রী আমদানিতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে ছেলেমেয়ে উভয়েরই প্রসাধনী সামগ্রীর দাম বাড়ছে।

Exit mobile version