Site icon Jamuna Television

চোখের পাপড়ি জমে বরফ, তাপমাত্রা মাইনাস ৮৮ ডিগ্রি

এত ঠান্ডা পড়েছে যে, থার্মোমিটারেও তা চিহ্নিত করা যাচ্ছে না। আর এই ঠান্ডায় বাইরে বের হয়েছিলো এক শিক্ষার্থী, বের হওয়ার সাথে সাথে চোখের পাপড়িও বরফ হয়ে যায়। এমনটা ঘটেছে রাশিয়ার ইয়াকুটিয়া প্রদেশে। গত মঙ্গলবার আগের সকল রেকর্ড ভেঙ্গে মাইনাস ৮৮ ডিগ্রি ফারেনহাইট ঠান্ডা পড়ে এই প্রদেশে। এরআগে রেকর্ড ছিলো ২০১৩ সালের মাইনাস ৭১ ডিগ্রি।

মস্কো শহরের ৩ হাজার মাইল দূরে এই শহর ইয়াকুটিয়া। সাধারণত এখানে মাইনাস ৪০ ঠান্ডা পড়লেও শিক্ষার্থীরা স্কুলে যায়, কিন্তু গত মঙ্গলবার এতো ঠান্ডা পড়েছে যে স্থানীয় প্রশাসন স্কুল বন্ধ ও সবাইকে ঘরের ভিতের থাকার ঘোষণা করে দেয়। সকল অফিসে হিটার চালিয়ে কাজ করতে বলা হয়। এজন্য সরকারিভাবে আলাদা বিদ্যুৎএর ব্যবস্থা রাখা হয়। তারপরও বাইরে কাজ করতে গিয়ে ঠান্ডায় গত সপ্তাহে ২ জন মারা যায়।

টিবিজেড/

Exit mobile version