Site icon Jamuna Television

শরীয়তপুরে ট্রাক চাপায় স্বাস্থ্যকর্মী নিহত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার পুকুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কের বাচ্চু খানের বাড়ির সামনে ট্রাক চাপায় বিপাশা বেগম (৩৫) নামে এক নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। নিহত বিপাশা শরীয়তপুরের হযরত শাহজালাল প্রাইভেট ক্লিনিকের স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে।

নিহত বিপাশা শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়া গ্রামের উজ্জল শরীফের স্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সদরপুর থানার উপ পরিদর্শক(এসআই) মশিউর জানান, স্বামী উজ্জল ও তার স্ত্রী বিপাশা মটরসাইকেলযোগে শরীয়তপুর থেকে ফরিদপুরের চরভদ্রাসন আত্মীয় বাড়ি যাচ্ছিল। এসময় পুখুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কে বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় বিপাশা। এই ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Exit mobile version