Site icon Jamuna Television

করোনা সংক্রমণে ইউরোপের দেশগুলোকে ছাড়িয়ে গেলো ভারত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণের দিক থেকে ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গেলো ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছুঁয়েছে দেশটিতে। ১১তম দেশ হিসেবে মোট মৃত্যু ছাড়িয়েছে সাড়ে আট হাজার।

বৃহস্পতিবার রেকর্ড প্রায় ৪শ’ প্রাণহানি দেখেছে দেখেছে ভারত। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ হাজারের বেশি। লকডাউন শিথিলের পর, গেলো এক সপ্তাহে দেশটিতে দৈনিক গড় সংক্রমণ ছিল ১০ হাজারের বেশি।

কেন্দ্রীয় সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতির ক্রমশ অবনতিতে আবারও বিধিনিষেধ কঠোর করছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা, ঝাড়খান্ডসহ বেশ কিছু রাজ্য। যদিও সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র-দিল্লিতে।

২৪ ঘণ্টায় রাজ্যভিত্তিক রেকর্ড সংক্রমণ দেখেছে রাজ্য দু’টি। বিশেষ করে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা লাখ ছুঁইছুঁই; প্রাণহানি সাড়ে তিন হাজার। রাজ্যটিতে করোনা সঙ্কটের কেন্দ্রে রয়েছে মুম্বাই ও পুনে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় লাখের মতো মানুষ।

Exit mobile version