Site icon Jamuna Television

নরসিংদীর মাধবদী পৌরসভার কিছু এলাকা লকডাউন

করোনার সংক্রমণ রোধে নরসিংদীর মাধবদী পৌরসভার কিছু এলাকা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এ লকডাউন কার্যকর করা হয়।

মধ্যরাত থেকে রেড জোন ঘোষণা করে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুর লকডাউন জোরদার করেছে প্রশাসন। একই সময় থেকে লকডাউন করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নও।

বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক জসিম উদ্দিন। এদিকে সকাল থেকে লকডাউন করা হয়েছে ফেনীর ছাগলনাইয়া পৌরসভা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার চারটি এলাকা এসেছে লকডাউনের আওতায়। প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ এলাকায় কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে। জরুরি সেবা ছাড়া যান ও নৌ চলাচল বন্ধ থাকবে।

Exit mobile version