Site icon Jamuna Television

উপসর্গ নিয়ে পাবনায় স্কুল শিক্ষকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পাবনার আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন (৬৫)। বৃহস্পতিবার রাতে স্থানীয় সদরের দোহারপাড়াতে তিনি মৃত্যুবরণ করেন।

আজ ভোরে তাকে গোসল শেষে জানাজা করে আরিফপুর সদর গোরস্থানে দাফন করে কোয়ান্টাম ফাউন্ডেশন পাবনা সেল এর লাশ দাফন সেবক দল। তার শ্বাসকষ্ট ছিলো এবং তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানায় তার পরিবার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাতে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গতরাতেই তারা খবর জানতে পারেন এবং আজ ফজর বাদ তার মরদেহ দাফন করে তারা। উল্লেখ্য এ পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন করোনা শনাক্ত হওয়া ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন মিলিয়ে আটজনের মরদেহ দাফন করে।

Exit mobile version