Site icon Jamuna Television

কুড়িগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বাড়িতে কাজ করার সময় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গর্তে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন ও বালাটারী গ্রামের রাজমিস্ত্রি আল আমিন। আল আমিন অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সুজন গঙ্গারহাট এলাকার সাহেব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট এলাকার প্রভাষক আব্দুল আউয়ালের বাড়িতে আধা পাকা ঘরের কাজ চলছিল। ঘরের ভেতর নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অন্তত ২০ ফিট গর্ত খুড়ে ট্যাংকটি ঢেকে রাখা ছিল কাঠ ও বস্তা দিয়ে।

শুক্রবার রাজমিস্ত্রিরা কাজ করার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকের গর্তে পরে যায় রাজমিস্ত্রি আল আমিন। অন্যান্য রাজমিস্ত্রিরা চিৎকার দিলে স্থানীয় যুবক আল আমিন তাকে উদ্ধারে গর্তে নামে। পরে দুজনই অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আধা ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, খবর পেয়ে প্রায় আধা ঘণ্টার অভিযানে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান জানান, দু’জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version