Site icon Jamuna Television

নেত্রকোণায় কৃষি কর্মকর্তার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার নিয়োগে দুর্নীতির প্রতিবাদে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুরে মানববন্ধন করেছে পদ বঞ্চিত প্রার্থীরা।

মানববন্ধনে বক্তারা জানান, সারাদেশে ৩৪৬৪ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্ত হলেও তাদের না ডেকে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়ে বিধি লঙ্গন করা হয়েছে। এর প্রতিবাদে প্রার্থীরা ছয় দফা দাবি করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে মেধাবীদের নিয়োগদানের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন এম এ হালিম রোজেন, মার্টিন বিশ্বাস, জাহাঙ্গির বিশ্বাসসহ পদ বঞ্চিত প্রার্থীরা।

Exit mobile version