Site icon Jamuna Television

শুভ জন্মদিন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ

পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ ১৯৫৭ সালের এই দিনে করাচিতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে তার। পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান এই ক্রিকেটার।

ডানহাতি এই ব্যাটসম্যান লেগ ব্রেক বলও করতেন। ১৯৭৬ সালের ৯ই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। ১৯৭৫ সালের ১১ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় এই ক্রিকেটারের। জীবনের শেষ ওয়ানডে ছিলো ১৯৯৬ সালে ভারতের বিপক্ষে।

২৩৩টি ওয়ানডেতে তিনি রান করেছেন ৭ হাজার ৩৮১। ওয়ানডে ক্যারিয়ারে ৮ টি শতক ও ৫০ টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে সর্বোচ্চ ১১৯ ও টেস্টে ২৮০ রান করেন।

টিবিজেড/

Exit mobile version