Site icon Jamuna Television

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

বগুড়ায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে খুন

বগুড়া ব্যুরো:

বগুড়ায় শাকিল নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার দুপুরে শহরের আকাশতারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল ওই এলাকার দুটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, শহরের নারুলী তালপট্টি এলাকার বাসিন্দা শাকিলের সঙ্গে বালু-ব্যবসা ও জুয়ার আসরে চাঁদা তোলা নিয়ে অনেকের বিরোধ ছিল। শুক্রবার দুপুর ১২ টার দিকে ওই বিরোধের জেরে শাকিল আকাশতারা এলাকায় হাবিব ও শাওন নামে দুজনকে মারধর করে। এসময় তাদের সাথে থাকা লোকজন ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাথারী কোপ দেয়।

এসময় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী যমুনা নিউজকে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনোও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া হত্যায় জড়িতদের শনাক্ত করা গেছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Exit mobile version