Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ২ চিকিৎসকের প্রাণ কেড়ে নিলো করোনা

ডা. মাহমুদ মনোয়ার এবং ডা. গাজী জহির হাসান। ছবি- সংগৃহীত।

২৪ ঘণ্টার ব্যবধানে দুই চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তারা হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মাহমুদ মনোয়ার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক গাজী জহির হাসান।

এদের মধ্যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাহমুদ মনোয়ার (৪৩)। দুই মাস আগে, ফেসবুক পোস্ট দিয়ে চিকিৎসকদের নিরাপদে থাকতে বলেছিলেন তিনি। লিখেছিলেন, ‘একজনের মৃত্যু একটি ট্র্যাজেডি। যখন মৃত্যুসংখ্যা লাখ ছাড়ায়, তখন তা শুধুই পরিসংখ্যান।’ আজ তিনিও পরিসংখ্যানের খাতায় নাম লেখালেন।

জানা গেছে, চার দিন আগে মাহমুদ মনোয়ারের করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিনই তিনি হাসপাতালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মাহমুদ মনোয়ারের ডায়াবেটিস ছিল। বছর তিনেক আগে একবার হার্ট অ্যাটাক করেছেন। তার স্ত্রী এনআইসিভিডির চিকিৎসা কর্মকর্তা। তিনিও হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক গাজী জহির হাসান। ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭-তম ব্যাচের ছাত্র গাজী জহির হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

করোনা মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ২৮ চিকিৎসক। আক্রান্তের সংখ্যা সহস্রাধিক।

Exit mobile version